preloader

Begum Fazilatunnesa Mujib Hall, Jagannath University

প্রভোস্টের বানী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ও একমাত্র ছাত্রী হল, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল বাংলাদেশের ইতিহাসের এক অনন্য নারীর নামে নামকরণ করা হয়েছে । এই হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত গর্বিত বোধ করছি। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব (৮ আগস্ট ১৯৩০ - ১৫ আগস্ট ১৯৭৫) ছিলেন বাংলাদেশের প্রথম ফার্স্ট লেডি এবং প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এর সহধর্মিনী। তিনি ছিলেন বঙ্গবন্ধুর বন্ধু,পরামর্শক, সমর্থক এবং স্বপ্নজয়ের সারথী। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী ও অনুপ্রেরণা দানকারী নারী । দেশের স্বার্থে বঙ্গবন্ধুকে অসংখ্যবার কারাবরণ করতে হয়েছে। তাঁর অবর্তমানে বঙ্গমাতা সেই কঠিন দিনগুলো দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করেছেন। আমাদের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি বঙ্গবন্ধুর পাশে ছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাকে তার স্বামী, তিন পুত্র এবং দুই পুত্রবধূর সাথে হত্যা করা হয়। ছাত্রী হলের প্রতিটি মেয়ে যেন ইতিহাসের এই অনন্য নারীর জীবন থেকে দীক্ষা লাভ করে। ছাত্রী হলে ২০২২ সালের ৮ আগস্ট বঙ্গমাতার জন্মদিন পালন করা হয় এবং বঙ্গমাতা কর্নারের শুভ উদ্বোধন করা হয়। হলে জাতীয় দিবসগুলো (একুশে ফেব্রুয়ারি, ১৭ মার্চ, ২৬ মার্চ, ১৫ আগস্ট, ১৪ ডিসেম্বর, ১৬ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করা হয়। এ ছাড়াও বিশ্ববিদ্যালয় দিবস, বিশ্ব নারী দিবস, পহেলা বৈশাখ পালন এবং শোভাযাত্রায় অংশগ্রহণ করা হয়। ধর্মীয় উৎসব যেমন ইফতার মাহফিল এবং সরস্বতী পুজা উদযাপন করা হয়। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ১০ জানুয়ারি জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। হলের ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের এবং জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় (ক্রীড়া, ডিবেট, আবৃত্তি, সঙ্গীত, ফিল্ম) অংশগ্রহন করে। হলের ছাত্রীরা তাদের নিজস্ব উদ্যোগে ফ্লোরে ফ্লোরে সরৎ ও বসন্ত উৎসব করে থাকে। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।